কি সেবা কি ভাবে পাবেন
স্বাস্থ্য প্রতিষ্ঠানের নাম
1. ৫০০ শয্যা বিঃ মেডিকেল কলেজ হাসপাতাল - ১টি
2. ২৫০ শয্যা বিঃ হাসঃ,টংগী - ১টি
3. উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স - ০৪টি (৫০ শয্যা বিশিষ্ট)
4. ইউঃ উপ স্বাস্থ্য কেন্দ্র - ১৭টি (শয্যা বিহীন)
5. কমিউনিটি ক্লিনিক-২২৩ টি (শয্যা বিহীন)
স্বাস্থ্য সেবা
1. হাসপাতালে বর্হি বিভাগ আগত ও আন্তঃ বিভাগের ভর্তিকৃত রোগীদের প্রয়োজনীয় প্যাথলজি, পরীক্ষা, এইচ আইভী/এইচ পরীক্ষা করা হয়।
2. আল্ট্রাসোনোগ্রাম,এক্স-রে, ও ই,সি,জি সহ সকলকে প্রয়োজনীয় স্বাস্থ্য সেবা প্রদান করা হয়।
3. জরুরী বিভাগ ২৪ ঘণ্টা খোলা থাকে এবং আগত রোগীদের জরুরী চিকিৎসা সেবা প্রদান করা হয় এবং সেই সংগে দিবা রাত্রি ২৪ ঘণ্টা ইওসি সেবা প্রদান করা হয়।
4. আগত রোগীদের স্বাস্থ্য পুষ্টি ও প্রজনন স্বাস্থ্য শিক্ষা দেওয়া হয়।
5. সরবরাহ সাপেক্ষে ঔষধ সমুহ সেবা কেন্দ্র হইতে বিনা মূল্যে প্রদান করা হয়। বিভিন্ন ওয়ার্ড/ বিভাগে মজুদ ঔষধের তালিকা প্রদানকৃত সেবা সমুহের তালিকা ও সেবা প্রদানকারীর চিকিৎসকের তালিকা টানানো আছে।
6. ভর্তী রোগীদের বিশেষজ্ঞদের তত্তাবধানে মেডিসিন চিকিৎসা সহ জেনারেল সার্জরী অথোপেডিক, গাইনী, চুক্ষ ও নাক-কান-গলায় মেজর ও মাইনর অপারেশন করা হয়।
7. এ্যাম্বুলেন্স সাভির্স আছে ( ২৪ ঘন্টা সার্ভিস) ।
ডাক্তারের তালিকা ও কর্মবণ্টন
প্রত্যেক হাসপাতালে ডাক্তারের কর্মবন্টন/দায়িত্ব পালনের (ডিউটি রোষ্টার) জন্য নির্ধারিত সময় সুচী প্রদত্ত আছে। রোষ্টার অনুযায়ী ডাক্তারগন নিয়মিত কর্মপালন করেন ।
সকল হাসপাতালের ডিউটি রোস্টার
সেবার বিভাগ সময়
বর্হিবিভাগ সকাল ৮টা হইতে - ২.৩০ মিনিট
অন্তঃ বিভাগ ও সকালের শিফটঃ ৮টা - ২.৩০ মিনিট
জরুরী বিভাগ বিকালের শিফটঃ ২.৩০মিঃ - রাত ৮টা
রাত্রি কালিন শিফটঃ রাত ৮টা - সকাল ৮টা
রেডিওলজি এবং প্যাথলজি সকাল ৮ টা হইতে - ২.৩০ মিনিট
জরুরী এবং প্রসূতি সেবা বিভাগ ২৪ ঘন্টা
Planning and Implementation: Cabinet Division, A2I, BCC, DoICT and BASIS