Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

এক নজরে

অফিস পরিচিতিঃ

গাজীপুর সিভিল সার্জন অফিস,গাজীপুর সার্কিট হাউজের সন্নিকটে । ইহা গাজীপুর পৌরসভা এলাকার চা-বাগানে অবস্থিত । ইহা একটি তিনতলা দালান বিশিষ্ট । দপ্তর প্রধানঃ সিভিল সার্জন । ইহা স্বাস্থ্য বিভাগের জেলা পর্যায়ের প্রধান দপ্তর ।  ৭ জন প্রথম শ্রেনীর কর্মকতা, ৩ জন ২য় শ্রেনীর কর্মকর্তা, ১৭জন ৩য় শ্রেনীর কর্মচারী ও ৯জন ৪র্থ শ্রেনীর কর্মচারী সমন্বয়ে পরিচালিত হয় । এই দপ্তর অত্র জেলার  ৪টি ৫০ শয্যা  বিশিষ্ট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, ১টি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স (শয্যা  বিহীন), ১৭টি উপ-স্বাস্থ্য কেন্দ্র ও ২২৩টি কমিউনিটি ক্লিনিক এবং মাঠ পর্যায়ের কার্যক্রম প্রত্যক্ষ ও পরোক্ষ ভাবে নিয়ন্ত্রন করেন ।